রাশিয়ার মাধ্যমে ইসরাইলকে লেবাননের হুঁশিয়ারি

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি তার দেশে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে দখলদার ইসরাইলকে সতর্ক করেছেন। রাশিয়ার মাধ্যমে তিনি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের পুনরাবৃত্তির ব্যাপারে ইসরাইলকে কঠোর হুঁশিয়ার করে দিয়েছেন। সা’দ হারিরি মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

এ সময় তিনি লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলাকে ‘ভয়ঙ্কর কাজ’ বলে অভিহিত করে বলেন, এ হামলার মাধ্যমে ইসরাইল লেবাননের সার্বভৌমত্ব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। ওই প্রস্তাবের মাধ্যমে বিগত বছরগুলোতে ইসরাইল-লেবানন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল বলে তিনি উল্লেখ করেন। লেবাননের প্রধানমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ইসরাইল যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না করে সেজন্য বৈরুত মস্কোকে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। টেলিফোনালাপে সা’দ হারিরি বলেন, “ইসরাইলকে সুস্পষ্ট ভাষায় এ বার্তা দিতে হবে যে, তাকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে হবে।”

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের প্রধানমন্ত্রীর এ আহ্বানের জবাবে সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্থিতিশীলতার প্রতি সম্মান জানায় এবং অন্য কেউ তা লঙ্ঘন করুক তা চায় না। রুশ পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

একসঙ্গে সিরিয়া, লেবানন ও ইরাকে হামলা করে ইহুদিবাদী ইসরাইল। গতকাল মঙ্গলবার এ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এসব আগ্রাসন চালানোর জন্য তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গত রোববার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে পাল্টা হামলার হুমকি দেন। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে ইসরাইলের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ হুমকি দিয়েছেন তিনি। সাইয়্যেদ নাসরুল্লাহ রোববার রাতে আল-মানার টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলা করার ক্ষেত্রে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে হিজবুল্লাহ।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন