
ভারতের পর্ণশ্রী থানা এলাকার বকুলতলার বাসুদেবপুরে শম্পা চক্রবর্তীকে (৪৭)খুন করে তার দেহ লোপাটের চেষ্টা করেছিল মেয়ে-জামাই৷ স্থানীয় বাসিন্দারা দেখে ফেলায় দেহ ফেলে চম্পট দিয়েছিল তারা৷ কিন্তু শেষে পুলিশের কাছে ধরা পড়ে যায় মেয়ে স্নেহা এবং জামাই জয় সামুই। সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক৷ পুলিশ সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, খুন হয়ে যাওয়া শম্পা চক্রবর্তী তার মেয়ে ও জামাইয়ের বেলাগাম জীবন যাপনে বাধা দিতেন৷ মদ্য পান করে গভীর রাতে বাড়িতে ফেরা পছন্দ করতেন না শম্পার স্বামী ভুপাল চক্রবর্তীও৷ মাঝে মাঝেই তাদের কাছে টাকা চেয়ে অশান্তি করত মেয়ে জামাই৷
শনিবার রাতে শম্পা চক্রবর্তীকে গলা কেটে খুন করার পর তার স্বামীকেও খুনের পরিকল্পনা ছিল মেয়ে-জামাইয়ের৷ শুধু তাই নয়, এর আগে ঘুমের ওষুধ খাইয়ের খুনের চেষ্টা করেছিল তারা৷ গত রবিবার সকালে বিছানার চাদর জড়ানো এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ চাদর খুলতেই দেখা গিয়েছে ওই মহিলার গলা কাটা৷ এবং তার মুখে কালো একটি প্লাস্টিক জড়ানো৷ পাশেই পড়ে ছিল একটি ট্রলি ব্যাগ৷ এই ঘটনায় পরে পর্ণশ্রী থানার পুলিশ মৃতার মেয়ে ও জামাইকে গ্রেফতার করে৷ পুলিশি জেরায় তারা খুনের কথা শিকার করে বলে পুলিশের দাবি৷
স্থানীয়দের অভিযোগ, এলাকার শম্পা চক্রবর্তী (৪৭) কে গলা কেটে খুন করা হয়েছে৷ এমনকি খুনের পর ওই দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল৷ পর্ণশ্রী থানার বাসুদেবপুর রোডের যেখানে তার দেহটি পড়ে ছিল তার ঠিক উল্টো দিকেই একটি ফ্লাটের তিন তলায় থাকতেন তিনি৷ তার সঙ্গে থাকতেন তার স্বামী ভুপাল চক্রবর্তী৷ যিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী৷ আর মাঝে মাঝেই ওই বাড়িতে আসতেন শম্পা দেবীর মেয়ে ও জামাই৷ শনিবার গভীর রাতে ওই বাড়ির ভিতরে চিৎকার শোনা যাচ্ছিল৷ এবং মেয়ে জামাইকেও ওই বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে৷ জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা জানান, ধারালো অস্ত্র দিয়ে শম্পা চক্রবর্তীর গলা কাটা হয়েছে৷ দেহটি বিছানার চাদরে জড়ানো এবং লাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল৷
মৃতার ঘর বাইরে থেকে তালা বন্ধ ছিল৷ পুলিশ তালা ভেঙ্গে ঘরের ভিতর ঢোকে৷ সেখান থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়৷ এছাড়া যে বিছানার চাদরে মৃতদেহটি মোড়া ছিল,সেই চাদরটিও ওই বাড়িরই৷ রবিবার ভোররাতে স্থানীয় এক মহিলা দেখেন, এক ব্যাক্তি একটি বাই সাইকেলের পেছনে বিছানার চাদর মোড়া কিছু নিয়ে যাচ্ছেন৷ একটু পরে তা পড়ে যায়৷ তার পাশে রয়েছে একটি ট্রলি ব্যাগ৷ সেই অবস্থায় সে সাইকেল নিয়ে পালিয়ে যায়৷ কিন্তু একজন মহিলা তার পাশে ঘোরাঘুরি করছেন৷ সন্দেহ হওয়ায় ওই প্রত্যক্ষদর্শী সেই সময়ের ভিডিও তুলে রাখেন৷ এবং পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে৷
আই.এ/পাবলিক ভয়েস

