‘মানবতার বিরুদ্ধে অপরাধ অ্যামাজনের আগুন’

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

অ্যামাজনের আগুন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, অল্প সংখ্যক আন্তর্জাতিক রাজনীতিক এবং কর্পোরেট নির্বাহীদের দায়িত্বহীন আচরণের কারণে অ্যামাজন পুড়ছে।

অ্যানি হিদালগো বলেন, আমাদের গ্রহের ফুসফুস পুড়ছে। অ্যামাজন জঙ্গল মানবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। অল্প সংখ্যক আন্তর্জাতিক রাজনীতিক এবং কর্পোরেট নির্বাহীদের দায়িত্বহীন আচরণের কারণে এটি পুড়ছে। এই তথাকথিত নেতাদের লোভ দুনিয়াজুড়ে জলবায়ু সংকটকে আরও ত্বরান্বিত করবে; যার প্রভাব পড়বে পুরো বিশ্ব মানবতার ওপর।

এসব অবৈধ কর্মকাণ্ড থেকে তারা (দায়ী ব্যক্তিরা) খুব সামান্যই উপকৃত হবে; অথচ এটি আমাদের দ্রুত উত্তপ্ত হতে থাকা পৃথিবীর ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। ইতোমধ্যেই এটি অ্যামাজন অববাহিকার আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর পাশাপাশি এটি বিশ্বের বিভিন্ন নগরীর প্রবীণ, দুর্বল এবং কনিষ্ঠ নাগরিকদের হুমকিতে ফেলে দিয়েছে, যারা আসন্ন বছরগুলোতে জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার (২৩ আগস্ট) অ্যামাজনের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অব্যাহত চাপের মুখে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।

স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যমতে ব্রাজিলের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (আইএনপিই) জানিয়েছে, এবছর ব্রাজিলে আগুন লাগার ঘটনা গত বছরের চেয়ে প্রায় ৮০ শতাংশ বেশি। গত বছর এ সময়ে আগুন লেগেছিল ৪০ হাজারবারের মতো। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজারেরও বেশি, যার অর্ধেকই ঘটেছে অ্যামাজন অঞ্চলে। স্যাটেলাইটের পাঠানো ছবিতেও ধরা পড়েছে বনের বিশাল অংশ উধাও হওয়ার চিত্র।

খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গলকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। জানা গেছে, ইতোমধ্যেই পুড়ে গেছে ৭ হাজার ৭৭০ বর্গকিলোমিটার এলাকা। সারা বিশ্বজুড়ে এ নিয়ে আলোচনা হলেও, আগুন নেভানোর ব্যবস্থা করা যায়নি কোনও ভাবেই। এই কাজে প্রথম এগিয়ে এল বলিভিয়া।

ইউরোপিয়ান নেতাদের তীব্র চাপের মুখে অবশেষে বিশ্বের সবচেয়ে বড় ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ম্যানগ্রোভ বন অ্যামাজনের দাবানল মোকাবিলায় ব্রাজিল সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। শুক্রবার (২৩ আগস্ট) অ্যামাজনের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অব্যাহত চাপের মুখে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা আসে। হুঁশিয়ারি উচ্চারণ করে ফ্রান্স ও আয়ারল্যান্ড বলেছে, অ্যামাজনে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলা না করলে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে ব্রাজিলের বাণিজ্য চুক্তি সমর্থন দেবে না তারা।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন