
শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ দিয়ে সম্মান জানাবে আরব আমিরাত।
শনিবার আবুধাবিতে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে সাক্ষাত করবেন মোদী। তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বিষেয় কথা হবে প্রধানমন্ত্রীর। তারপরেই তাকে অর্ডার অব জায়েদ সম্মান দিয়ে সম্মান জানাবেন জায়েদ আল নাহান। এবছর এপ্রিল মাসে মোদীকে ওই সম্মান দেওয়া কথা ঘোষণা করে আমিরাতের বাদশা।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহানের নামেই ওই পুরস্কার দিয়ে থাকে আরব আমিরশাহি। দুপুর দেড়টা নাগাদ এক অনুষ্ঠানে ওই সম্মান জানানো হবে।
আই.এ/পাবলিক ভয়েস

