
খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গলকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। জানা গেছে, ইতোমধ্যেই পুড়ে গেছে ৭ হাজার ৭৭০ বর্গকিলোমিটার এলাকা। সারা বিশ্বজুড়ে এ নিয়ে আলোচনা হলেও, আগুন নেভানোর ব্যবস্থা করা যায়নি কোনও ভাবেই। এই কাজে প্রথম এগিয়ে এল বলিভিয়া।
শুক্রবার (২৩ আগস্ট) থেকে আগুন আয়ত্বে আনতে আকাশ পথে ওই ট্যাঙ্কার নিয়ে অভিযানও শুরু করেছে বলিভিয়া সরকার। এর আগে বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস আগেই সাহায্যের কথা বলেছিলেন ব্রাজিলকে। কিন্তু তখনও সে ভাবে টনক নড়েনি ব্রাজিল সরকারের। তবে, এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দাবানলের ছড়িয়ে পড়া রুখতে সুপার ট্যাঙ্কার বোয়িং বিমান ৭৪৭-৪০০ ভাড়া করার কথা ঘোষণা দিয়েছেন ইভো।
ইউরোপিয়ান নেতাদের তীব্র চাপের মুখে অবশেষে বিশ্বের সবচেয়ে বড় ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত ম্যানগ্রোভ বন অ্যামাজনের দাবানল মোকাবিলায় ব্রাজিল সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। শুক্রবার (২৩ আগস্ট) অ্যামাজনের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলের ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীকে মোতায়েনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অব্যাহত চাপের মুখে দেশটির পক্ষ থেকে এ ঘোষণা আসে। হুঁশিয়ারি উচ্চারণ করে ফ্রান্স ও আয়ারল্যান্ড বলেছে, অ্যামাজনে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলা না করলে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে ব্রাজিলের বাণিজ্য চুক্তি সমর্থন দেবে না তারা। এদিকে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ব্রাজিলিয়ান গরুর মাংস আমদানি করার বিষয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের অর্থমন্ত্রী।
আই.এ/পাবলিক ভয়েস

