যোগ ব্যায়ামে নিজের ফিটনেস ঠিক রাখেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

নিজের ফিটনেস ঠিক রাখতে নিয়মিত যোগ ব্যায়াম করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির যোগ ব্যায়ামরত অবস্থায় বিভিন্ন কসরতের ছবি নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়া সরগরম থাকে। মোদির কথায়, ভারতের প্রাচীন এই ঐতিহ্য বর্তমানে সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ অঙ্গ যোগ ব্যায়াম। মোদির আরও দাবি, ‘পৃথিবীর সবদেশের মানুষ ভারতের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে না বুঝলেও, ইন্ডিয়াকে চিনছে যোগের মাধ্যমে’।

এর আগে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জের জবাবে নরেন্দ্র মোদি তার যোগ ব্যায়ামরত অবস্থার একটি ছবি শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, যোগ ব্যায়ামের মাধ্যমেই তিনি তার ফিটনেস ঠিক রাখেন। তবে যোগ ব্যায়ামের ধ্যান ও ধারণা হিন্দু ধর্মের ধ্যান ও প্রকাশভঙ্গীর সাথে মিলে যাওয়ায় যোগ ব্যায়াম মোদির অনেক পছন্দ বলে মতামত অনেকের।

তবে এ ধরণের ছবি একজন প্রধানমন্ত্রীর প্রকাশ হওয়া উচিত নয় বলেও মতামত দেন অনেকে। তবে মোদি এসবের থোরাই কেয়ার করেন। নির্বাচনে জেতার জন্য মোদি গুহায় হিন্দু ধর্মের পন্ডিতদের মতো ধ্যাণরত অবস্থার ছবিও ভাইরাল হয়েছিলো। হিন্দুত্ববাদের কট্টর অনুসারী নরেন্দ্র মোদি যোগ ব্যায়াম ও হিন্দু ধর্মের বিভিন্ন অনুসঙ্গকে প্রায়ই সরাসরি প্রকাশ করেন। গো-রক্ষার জন্য ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের প্রকাশ্য সমর্থন করেন তিনি।

/এসএস

মন্তব্য করুন