কাশ্মীর সীমান্তে চলছে পাক-ভারত সেনাদের গোলাগুলি, বাড়ছে উত্তেজনা

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

সীমান্তে ফের বোমা বর্ষণ৷ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু কাশ্মীরের রাজৌরিতে এলওসি’র ওপার থেকে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। এসময় ভারতও পালটা হামলা চালায়। এখনও দু’তরফের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানি সেনারা গুলা চালালে পরে ভারতও পাল্টা গুলি করতে শুরু করে। এসময় ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয় ব্যাপক গোলাগুলি। শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং৷ শেষ পাওয়া খবর অনুযায়ী গোলাগুলি এখনও চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সীমান্তে উত্তেজনা কমার বালাই নেই৷ উপরন্তু তা আগের থেকে বহুগুণ বেড়ে গিয়েছে৷ গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এর আগ মুহূর্তে জম্মু-কাশ্মিরে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও ৮ হাজার সদস্য। উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। এতসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও সেখানে বিক্ষোভ ঠেকাতে পারছে না ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক প্রতিটি ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভারত সরকার জম্মু-কাশ্মীরের জনগণের উপর যে নিপীড়ন ও অত্যাচার চালাচ্ছে এবং মানবাধিকার লংঘন করছে -তার ওপর এসব ফোরামে তিনি বিশেষভাবে গুরুত্ব দেবেন। পাকিস্তান সরকার ধারণা করছে ইসলামাবাদের এ তৎপরতার কারণে আন্তর্জাতিক প্রতিটি ফোরামে ভারত সরকার চাপের মুখে পড়বে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন