
কাশ্মীরি মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মাদ ফয়সাল গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানকে ধন্যবাদ জানান। ইরানি আন্তর্জাতিক গণমাধ্যম পার্সটুডে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসলামাবাদ আমেরিকার একতরফা নীতির বিরোধী এবং কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পক্ষে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার এ পদক্ষেপ গোটা বিশ্বেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। খোদ আমেরিকার সংসদ সদস্যরাও এর প্রতিবাদ জানিয়েছেন।
গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এর আগ মুহূর্তে জম্মু-কাশ্মিরে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজার সদস্য মোতায়েন করা হয়। পরে নতুন করে সেখানে নিয়োজিত হয় আধাসামরিক বাহিনীর আরও ৮ হাজার সদস্য। উপত্যকায় কারফিউ জারির পাশাপাশি টেলিফোন-ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। এতসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও সেখানে বিক্ষোভ ঠেকাতে পারছে না ভারতীয় কর্তৃপক্ষ।
আই.এ/পাবলিক ভয়েস

