ট্রাম্প পাগল হয়ে গেছেন?

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

গ্রিনল্যান্ড কিনতে চেয়েছেন ডনাল্ড ট্রাম্প৷ তাতে অনেকেই অবাক৷ ডেনিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন৷ ট্রাম্পকে পাগলও বলছেন কেউ কেউ! ‘ট্রাম্প পাগল হয়ে গেছেন’ ট্রাম্পের প্রস্তাবকে ‘অবাস্তব’ বলে তা প্রত্যাখ্যান করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন৷ ডেনিশ পিপলস পার্টির মুখপাত্র বলেছেন, ‘তিনি যে পাগল হয়ে গেছেন এটা তার চূড়ান্ত প্রমাণ৷’ খবর ডয়চে ভেলে’র।

ডেনিশ প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘খুবই নোংরা কথা৷ বিশেষ করে আমার আমলে কেউ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন কথা বলতে পারে না৷” ইতিহাস ট্রাম্পের পক্ষে ট্রাম্প কিন্তু শুধু গ্রিনল্যান্ড কিনতে চাননি, ১০০ মিলিয়ন ডলার দামও হাঁকিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি এমন বিষয়ে শুধু কথার কথা বলতে পারেন? এমন বিষয়ে ঠাট্টা করতে পারেন যার কারণে রাষ্ট্রীয় সফর বাতিল হতে পারে? ইতিহাস তা বলে না৷ গ্রিনল্যান্ড কিনতে চাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন ডনাল্ড ট্রাম্প৷

১৯৪৬ সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানও ডেমার্কের অধীন দেশটিকে কিনতে চেয়েছিলেন৷ ট্রুম্যান তখন ঠিক ১০০ মিলিয়ন ডলার দিয়েই কিনতে চেয়েছিলেন ইউরোপের এই দেশটিকে৷ তাই ৭৩ বছর পরও ট্রাম্প কেন ১০০ মিলিয়নই বললেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আই.এ/পাবলিকে ভয়েস

মন্তব্য করুন