গাজায় নতুন করে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। গাজার একটি নৌ স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়।গাজার দক্ষিণে খান ইউনুস শহরেও ইহুদিবাদী সেনারা গোলাবর্ষণ করেছে। তবে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর ইরানি গণমাধ্যমের।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাস ইসরাইলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে ইহুদিবাদীরা পাল্টা বিমান হামলা চালায়। গতকালও ইহুদিবাদী ইসরাইল গাজার উপরে জঙ্গিবিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে।এর আগের দিন ইসরাইলি সেনারা বিমান হামলা চালায়। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন স্থাপনা এসব হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

প্রসঙ্গত, অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১৬ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরাইলি সেনারা। প্রায়ই অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজায় এমন অভিযান চালিয়ে থাকে দখলদার ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি হিসেব অনুযায়ী বর্তমানে ইসরায়েলি আটক কেন্দ্রে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন