কাশ্মীর ইস্যূতে কঠোর পদক্ষেপ নেবেন ইমরান খান

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক প্রতিটি ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ভারত সরকার জম্মু-কাশ্মীরের জনগণের উপর যে নিপীড়ন ও অত্যাচার চালাচ্ছে এবং মানবাধিকার লংঘন করছে -তার ওপর এসব ফোরামে তিনি বিশেষভাবে গুরুত্ব দেবেন। পাকিস্তান সরকার ধারণা করছে ইসলামাবাদের এ তৎপরতার কারণে আন্তর্জাতিক প্রতিটি ফোরামে ভারত সরকার চাপের মুখে পড়বে।

ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ রাইয়ার সঙ্গে বৈঠকের সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সময় নেতাকর্মীরা যেন জাতিসংঘ সদর দপ্তরের সামনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইমরান খান বলেন, কাশ্মীরের জনগণের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করার কোনো ন্যায্যতা নরেন্দ্র মোদির হাতে নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিটি ফোরামে কাশ্মীর ইস্যু তোলা হবে এবং তিনিই হবেন কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর। গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে এবং রাজ্যটিকে দুটি ভাগে বিভক্ত করে ভারতের সঙ্গে যুক্ত করেছে। পাকিস্তান এ ব্যাপারে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন