
ভারতের লুধিয়ানা পুলিশের কাছে বিস্ফোরক চিঠি এক তরুণীর। ১৭ বছরের এক তরুণীর বয়ান পড়ে হতবাক পুলিশ৷ ওই চিঠির প্রেক্ষিতেই অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৬৬এ, ৩৭৩ ও ৩৭২ ধারা অনুযায়ী শাস্তি হবে তার৷ চণ্ডীগড়ের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার ১৭ বছর বয়েসী এক তরুণী পুলিশ কমিশনারকে সম্প্রতি একটি চিঠি লেখেছে। চিঠিতে বলা হয় তার মা তাকে জোর করে দেহব্যবসা করতে বাধ্য করেছে।
আশা রানি নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷ জলন্ধরের বাসিন্দা ওই মহিলার স্বামী রাম লুবাইয়াকেও গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওই মহিলা তার স্বামীর সঙ্গে মিলে নারী পাচার চক্রে যুক্ত ছিল। মেয়েটি পুলিশকে জানিয়েছে, শুধু দেহব্যবসাতে নামানোই নয়, তার মা তাকে একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনেও বাধ্য করে খুব ছোট বয়সেই৷
ওই মহিলা গরিব পরিবারে ছোট ছোট মেয়েদের বিভিন্ন জায়গা থেকে কিনে আনত বা চুরি করে আনত৷ তারপর তাদের দিয়ে দেহব্যবসা চালাত বলে জানতে পেরেছে পুলিশ৷ এমনকী তার নিজের মেয়েকেও এই পেশায় নামিয়ে দেয় সে৷ এমনকী মেয়েটির বাবাও তার মেয়ের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ করেছে ওই সে। মেয়েটি পুলিশকে আরও জানিয়েছে, তার মায়েরও বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক ছিল৷ সেই সব পুরুষরাও ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ছিল৷ আর এই গোটা কর্মকাণ্ডের পিছনে ছিল তার মা নিজেই।
পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে ওই নাবালিকা আবেদন জানায় একটা সুস্থ জীবনের৷ দেহব্যবসায় নামতে না চাওয়ায় তাকে একাধিকবার বেধড়ক মারধর করা হয়েছে বলেও নাবালিক জানায়৷ সে বেশ কয়েকবার পালিয়েও এসেছিল, তবে লাভ হয়নি৷ মায়ের পুরুষ সঙ্গীরা তাকে খুঁজে ধরে এনেছিল বলে তরুণীর চিঠিতে জানিয়েছে৷ ইতিমধ্যেই ওই চিঠির প্রেক্ষিতে টিব্বা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ নারী পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তাদের খোঁজ শুরু হয়েছে৷
আই.এ/পাবলিক ভয়েস

