১৬ ফিলিস্তিনিকে আটক করল ইসরাইলি সেনারা

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১৬ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরাইলি সেনারা। প্রায়ই অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজায় এমন অভিযান চালিয়ে থাকে দখলদার ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি হিসেব অনুযায়ী বর্তমানে ইসরায়েলি আটক কেন্দ্রে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন। আজ বৃহস্পতিবার সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সন্দেহজনক সংশ্লিষ্টতার জন্য তাদের আটক করা হয়েছে। তবে অভিযুক্ত এই কার্যক্রম কি ছিলো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা। চলতি বছর এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এর আগে গত ডিসেম্বরে পশ্চিমতীরে এক রাতের ঝটিকা অভিযানে অন্তত ৪০ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইল। এছাড়া নভেম্বরে দুই দফার অভিযানে ১৩ জন ও ১৬ জন করে ফিলিস্তিনি আটক করে ইসরাইলি বাহিনী। সরকারি হিসেব মতে, ইসরাইলে এখন পর্যন্ত ৬ হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন। যাদের মধ্যে ২৭০ জন শিশু ও ৫২ জন নারী।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন