ইমরান-মোদিকে ট্রাম্পের ফোন, কাশ্মীর নিয়ে উত্তেজনা কমানোর আহ্বান

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

ভারত-পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নরেন্দ্র মোদি ও ইমরান খানকে তিনি বলেন, কাশ্মীর নিয়ে উত্তেজনা কমাতে হবে। এই সংকটকে আরও বাড়াতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে যেতে হবে।

এই নিয়ে টুইট বার্তাও দেন ট্রাম্প।

তিনি লেখেন, “দুজন ভালো বন্ধু—ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী খানের সঙ্গে কথা হলো। বাণিজ্য, কৌশলগত অংশীদারত্ব এবং বিশেষত, ভারত ও পাকিস্তান কীভাবে কাশ্মীর নিয়ে উভয়ে নিজেদের মধ্যকার উত্তপ্ত অবস্থার অবসান ঘটাতে পারে, সেসব বিষয় নিয়ে কথা বলেছি আমরা।”

তিনি আরও বলেন, “কঠিন একটা পরিস্থিতি, তবে ভালো আলাপ হয়েছে।”

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এ ঘটনায় নাগরিকেরা রয়েছে অবরুদ্ধ অবস্থায়। এই নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়ে চলছে।

গত শুক্রবার চীন ও পাকিস্তানের উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ হয়নি।

এদিকে আনন্দবাজার পত্রিকা জানায়, গতকাল সোমবারের আলাপে মার্কিন প্রেসিডেন্টকে মোদি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে পাকিস্তান অযথা রাজনীতি করছে। হোয়াইট হাউসের উদ্দেশে মোদির বার্তা, ভারত-বিরোধী কথাবার্তা এবং চড়া সুর দক্ষিণ এশিয়ার শান্তির পক্ষে সহায়ক নয়।

এই ফোনালাপের পর ইসলামাবাদের নাম না নিয়ে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, “প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, এই অঞ্চলের কিছু নেতা উগ্র ভারত-বিরোধী হিংসা এবং ঘৃণা প্রচার করছেন। যা অঞ্চলের শান্তির পক্ষে অনুকূল নয়। সন্ত্রাস ও হিংসামুক্ত পরিস্থিতি তৈরি করা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ নেই।”

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন