পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে তৈরি ভারতীয় সেনা: সেনাপ্রধান

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন, বালাকোটের হামলার পর থেকে সবরকম পরিস্থিতিতে পাকিস্তানকে জবাব দিতে প্রস্তুত আছে ভারত। পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের সঙ্গে যুদ্ধ করতে তৈরি ভারতীয় সেনা।

জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে ভারত-পাকিস্তান। দু’দেশের সীমান্ত পরিস্থিতিও থমথমে অবস্থা বিরাজ করছে। একদিকে পাকিস্তান দাবি করছে ভারত হামলা চালাতে পারে, অন্যদিকে সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারতও।

ভারতের সেনাবাহিনী সূত্রে জানা যায় সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারতীয় সেনা।

পুলওয়ামা হামলার বদলা হিসাবে পাকিস্তানকে শিক্ষা দিতে কী পন্থা নেওয়া যায় তা নিয়ে কেন্দ্রকে পরামর্শ দিতে গিয়ে বিপিন রাওয়াত বলেন, দরকারে বালাকোটের মতো পাকিস্তানের ভূখণ্ডে ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান।

এক সূত্রে জানা যায়, উরি হামলার পর থেকে ১১,০০০ কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। ইতিমধ্যে তার ৯৫ শতাংশ এসে গিয়েছে বাহিনীর হাতে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন