নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, কবিরাজ আটক

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

পাবলিক ভয়েস : নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে নূর ইসলাম গাজী(৩৪) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দির একটি ইটভাটায় অভিযান চালিয়ে ওই কবিরাজকে আটক করা হয়। পুলিশ বলছে, বেড়ানোর প্রলোভন দেখিয়ে দাউদকান্দির একটি ইটভাটায় আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করেছে নূর গাজী।

গ্রেফতার নূর ইসলাম পটুয়াখালী জেলা সদরের বোহালগাছিয়া গ্রামের চাঁন মিয়া ছেলে। সে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকার খবিরের বাড়িতে ভাড়া থেকে কবিরাজি করে বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, নূর ইসলাম গাজী গত ৩১ ডিসেম্বর বিকেলে একই বাড়ির ভাড়াটিয়া এক দিন মজুরের মেয়েকে আশপাশে বেড়ানোর কথা বলে প্রথমে পটুয়াখালী নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি ইটভাটায় নিয়ে যায় সে।

সেখানে শ্রমিকদের ঘরে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে নূর ইসলামকে আটক করে পুলিশ। আর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এস এম সবুজ

মন্তব্য করুন