‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ব্যর্থ করতে চায় ইরান

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আল্লাহর ঘর বায়তুল্লাহ’র জিয়ারতকারী হাজিদের উদ্দেশে দেয়া এক বাণীতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এবং তাদের রিংলিডার আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করাকে নির্যাতিত জনগোষ্ঠীর ঘাতক ও যুদ্ধবাজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারই নামান্তর বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অর্থ হবে দায়েশ ও মার্কিন ব্ল্যাকওয়াটারের মতো সংগঠনগুলোর নিন্দা জানানো, শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার ও এর সাহায্যকারী ও পৃষ্ঠপোষকতা দানকারীদের প্রতি মুসলিম উম্মাহর ঘৃণা প্রদর্শন এবং স্পর্শকাতর পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা অঞ্চলে আমেরিকা ও তার সহযোগীদের যুদ্ধ বাধানোর অতৎপরতার নিন্দা জানানো। তিনি বলেন, ইনশা আল্লাহ ইসলামি প্রতিরোধ ফ্রন্টের ঈমান ও প্রচেষ্টার সামনে সাম্রাজ্যবাদীদের এই অপকৌশলসহ অন্যান্য ধোঁকাবাজি ব্যর্থ হবে।

হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পূর্ণাঙ্গ হজবাণী আজ (শনিবার) সকালে সর্বোচ্চ নেতার হজ বিষয়ক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নবাব আরাফাতের ময়দানে পড়ে শুনিয়েছেন। তিনি ফিলিস্তিন সংকটকে মুসলমানদের রাজনৈতিক তৎপরতার শীর্ষে স্থান দেয়ার আহ্বান জানিয়ে বলেন, জালিম আমেরিকা ও তার সহযোগী বিশ্বাসঘাতক শাসকেরা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের যে ধোঁকাবাজির ক্ষেত্র প্রস্তুত করছে তা গোটা মানব জাতির প্রতি একটি অপরাধ। ইরানের সর্বোচ্চ নেতা শত্রুর এই প্রতারণা ভণ্ডুল করে দেয়ার জন্য সব মুসলমানের প্রতি আহ্বান জানান।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন