ভয়ঙ্কর পরিণতি হবে ভারতের: পাক-সেনার হুঁশিয়ারি

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত-পাকিস্তানের উত্তেজনার ক্রমশ বেড়েই চলেছে। কাশ্মীরীদের মর্যাদা কেড়ে নেওয়ায় এবং সেখানে নৃশংতা চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি সেনারা। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনরকম অভিযান চালাবার চেষ্টা করে, তাহলে তার ফলাফল হবে ভয়ঙ্কর। শুক্রবার এমনটাই জানানো হয়েছে পাক সেনার তরফে।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির চেয়েও সেই প্রতিশোধ হবে ভয়ঙ্কর। ভারতের বিরুদ্ধে এমন কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও জারি করেছে তারা। পাক সেনার মিডিয়া উইংইয়ের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর ডিরেক্টর জেনারেল আসিফ গফুর টুইটারে এদিন জানান, “ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে এরপর কোনরকম অভিযান চালাবার চেষ্টা করে, তাহলে তার ফলাফল হবে ভয়ঙ্কর। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারির চেয়েও সেই প্রতিশোধ হবে ভয়ঙ্কর। এমনটাও কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও জারি করেছে তারা।

কাশ্মীরে মোদির আইনের বিরুদ্ধে চলছে স্বাধীনতাকামী মানুষের বিক্ষোভ। এখন পর্যন্ত ভারতীয় সেনাদের হাতে ছয় কাশ্মীরি নিহত হওয়ার ঘটানা সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিক মানুষ। যদিও ইন্টারনেট বন্ধ থাকার কারণে সঠিক খবর আসছে না বলে। কাশ্মীরে সাংবাদিকদেরও চরম বাধার মুখে পরতে হচ্ছে। মোদি সরকার দমন-পীড়নের আসল তথ্য লুকানোর জন্য এমনটি করছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন