
কাশ্মীর ইস্যূতে ভারত- পাকিস্তানের ভেতর বিরাজ করছে উত্তেজনা। তার জেরে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলিতে নিষিদ্ধ হল ভারতীয় সিনেমা। জম্মু ও কাশ্মীরে ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিলের প্রতিবাদে পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলিতে বাতিল করা হল ভারতীয় সিনেমা প্রদর্শন।
বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান এমনটাই জানিয়ে দিয়েছেন। সম্প্রতি ৩৭০ধারা বাতিল ইস্যুতে প্রতিবাদ করাসহ মোদিকে কটাক্ষ করে নানা তির্যক মন্তব্য করেছেন পাকিস্তানের বেশ ক’জন শিল্পী। এর আগেও বহুবার নানা ইস্যুতে ভারতীয় ছবি নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের তরফে। সেই তালিকায় রয়েছে ‘আইয়ারি’, ‘মুল্ক’, ‘প্যাডম্যান’, ‘পরমানু: দ্য স্টোরি অফ পোখরান’-এর মতো বেশ কিছু ছবি।
ভারতীয় বিনোদন জগতেও নিষিদ্ধ হয়েছেন পাকশিল্পীরা। তবে এবার ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল যেন সেই বিষয়টিকে আরও একবার স্ফুলিঙ্গের মতো জ্বালিয়ে তুলল। পাক ভূখণ্ডে নিষিদ্ধ হয় যাবতীয় ভারতীয় সিনেমা। প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন কারণে সিনেমা, বিজ্ঞাপন, টেলিভিশন চ্যালেন-সহ একাধিক ভারতীয় অনুষ্ঠান নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেনের বক্তব্য অনুযায়ী, ‘ভারতীয় ছবিকে বয়কট করেছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারতে তৈরি কোনও বিজ্ঞাপন যেন তারা টেলিকাস্ট না করে।’
আই.এ/পাবলিক ভয়েস

