কেমন আছে কাশ্মীর? ‘ভূস্বর্গে ভূতুড়ে পরিবেশ’

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর সেখানে কারফিউ জারি করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো কাশ্মীর উপত্যকায়। শ্রীনগরসহ বিভিন্ন শহরে সেনাবাহিনীর কড়া টহল চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে  দেখা যাচ্ছে দমন-পীড়ন ও হিংস্রতার নৃশংস দৃশ্য। ভাইরাল ভিডিওগুলিতে দেখা গেছে নিরীহ স্বাধীনতাকামী মানুষদের আহত ও গুরুতর জখম হতে। 

এখনো টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কার্যত সেখানকার সমস্ত দোকানপাট বন্ধ এবং নতুন কোনো খাদ্যদ্রব্য সেখানে পৌঁছাচ্ছে না। ভারত সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেবে -আগেই এমন শংকা ছড়িয়ে পড়েছিল এবং সে কারণে অনেকেই খাদ্যদ্রব্য মজুদ করে রেখেছেন।

কাশ্মীরে প্রায় নয় লাখ সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেনা ও বিমানবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কারফিউয়ের মধ্যে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে- পুরো দুনিয়া থেকে কাশ্মীর বিচ্ছিন্ন। গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে খুব কম লোকজন দেখা যাচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কারফিউ ও সেনা টহলের ভেতর দিয়েও গতকাল মঙ্গলবার শ্রীনগরে খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়ে ছয়জন হাসপাতালে ভর্তি হয়। লোক মাত্রই বুঝবে এটা আহতদের সঠিক সংখ্যা নয়। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওগুলো স্পষ্ট দেখা দেখা যাচ্ছে, সেনাদের গুলি করে আহত হচ্ছে বহু মানুষ। কিন্তু হিন্দুত্ববাদী বিজেপি সরকারের দাবি কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছ।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন