
ভারতের সংসদে কাশ্মীরের বিশেষ আইন ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব পাস করার কথা নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (৫ আগস্ট) ভারতের সংসদ শুরু হতেই রাজ্যসভায় এ বিল পাস করা হয়।
কাশ্মীরে ভারত সরকারের এ নতুন পদক্ষেপকে অঞ্চলটিতে সঙ্ঘাত উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্বের গণমাধ্যমগুলো। বিজেপি সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা বা স্বায়ত্বশাসন তুলে নেয়ার পর বিষয়টি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক সব গণমাধ্যম। এ ঘটনা উপমহাদেশের রাজনীতিতে নতুন সঙ্কট তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন সফরে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যা নিয়ে কথা বললে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করতে রাজি হয়েছিলেন। ট্রাম্প এমনও দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ব্যাপারে তার সাহায্য চেয়েছেন। তবে এই প্রসঙ্গে বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ।
টুইটারে মরিয়মে প্রশ্ন তোলেন, কাশ্মীরে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের প্রস্তাব কি একটি ফাঁদ ছিল? ভারতকে ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে মরিয়মের প্রশ্ন, শত্রুদের ষড়যন্ত্র বুঝতে কি ইমরান ব্যর্থ? পাশাপাশি মরিয়মের দাবি, নিজের রাজনৈতিক স্বার্থ নিয়ে ইমরান এতটাই ব্যস্ত ছিলেন যে, পাকিস্তানকে একটি বড় সমস্যার দিকে ঠেলে দিয়েছেন তিনি।
মরিয়ম লেখেন, ইমরান শুধু পাকিস্তানেরই বড় ক্ষতি করেননি, যেসব কাশ্মীরি পাকিস্তান থেকে সমর্থন আশা করেছিলেন, তাদেরও ক্ষতি করেছেন।
যদিও পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, দিল্লি এক তরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে। সব রকমভাবে ভারতের এই পদক্ষেপের মোকাবিলা করবে পাকিস্তান। কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান কোনওভাবে মেনে নেবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি বলেন, যতোদিন বেঁচে আছি কাশ্মীরের পাশে থাকবো।

