
হার্ট অ্যাটাকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যু হয়েছে। দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর জি নিউজের।
অসুস্থ হয়ে এইমস হাসপাতালে ভর্তি হওয়ার পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাত ৯টা নাগাদ তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলে জানা যায়। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রাত ১১ টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই সুষমা স্বরাজ হৃদরোগে ভূগতেছিলেন।
সুষমা স্বরাজ হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রথম মেয়াদর পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। অসুস্থতার কারণে দ্বিতীয় মেয়াদে তিনি মন্ত্রিত্ব নেননি। তার মৃত্যুতে ভারতের বিজেপি নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
/এসএস

