
পাকিস্তানের পররাষ্ট্র সচিব সূহাইল মাহমুদ ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে তলব করে ৩৭০ ধারা বাতিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা তুলে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় এমন কঠিন বার্তা দিল পাকিস্তান। খবর পাকিস্তানি গণমাধ্যম ‘ডনে’র।
কাশ্মীরি জনগণের সাংবিধানিক অধিকার বাতিল করে ভারত জাতিসংঘের কাশ্মীর বিষয়ক নীতিমালা ভঙ্গ করেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়। এ সময় কাশ্মীরে যে কোনো ধরনের বাড়াবাড়ি থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতকে সতর্ক করা হয়।
এছাড়াও ভারতের বাড়াবাড়ির কারণে উত্তেজনা সৃষ্টি হলে পাকিস্তান কঠিন পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি করে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইয়ে কাশ্মীরি জনগণকে রাজনৈতিক, কূটনৈতিকসহ সর্বপ্রকারের সহায়তা দেয়ার ঘোষণা দেন।
আই.এ/পাবলিক ভয়েস

