মোদি সরকারের বিরুদ্ধে মামলা করবে ‘জম্মু-কাশ্মীর পিপল্‌স মুভমেন্ট’

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে বাতিল করল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের এই পদক্ষেপ প্রাক্তন আইএএস শাহ ফয়সালের তৈরি নতুন রাজনৈতিক দল জম্মু-কাশ্মীর পিপল্‌স মুভমেন্ট জানিয়ে দিয়েছে, তারা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। দলের নেত্রী শেহলা রশিদ বলেন, ‘আমরা এ দিনের রাষ্ট্রপতির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব।’

জানা যায়, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রায় দেয়, ৩৭০ অনুচ্ছেদ আর অস্থায়ী নয়। দীর্ঘ সময় সংবিধানের অংশ হিসেবে থাকায় তা প্রায় স্থায়ী অনুচ্ছেদের মর্যাদা পেয়েছে। কট্টর হিন্দুপন্থী মোদি সরকারের যুক্তি, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদেই রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে তিনি যে কোনও সময় এই অনুচ্ছেদ রদ করে দিতে পারেন। কারণ এই অনুচ্ছেদ অস্থায়ী।

ভারতের এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান, দিল্লি এক তরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে। জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক ভাবে ‘বিতর্কিত’ ভূখণ্ড। রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও তা উল্লেখ রয়েছে। কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান কোনওভাবে মেনে নেবে না বলে হুঁশিয়ারি ইমরান খানের। ইমরান খান বলেন, সব রকমভাবে ভারতের এই পদক্ষেপের মোকাবিলা করবে পাকিস্তান। এ বক্তব্যে ইমরান খান বলেন, যতোদিন বেঁচে আছি কাশ্মীরের পাশে থাকবো।

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির হুঁশিয়ারি, রাষ্ট্রসঙ্ঘ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), মানবাধিকার প্রতিষ্ঠান এবং বন্ধু রাষ্ট্রগুলি চুপ করে থাকবে না। অর্থাৎ বন্ধু রাষ্ট্র চীনের সাহায্য নেওয়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন