কাশ্মীর ইস্যূতে ভারতের মোকাবেলা করবে পাকিস্তান: ইমরান খানের হুঁশিয়ারি

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

আজ সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করায় জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা তো হারালোই, পাশাপাশি বাড়তি যে সুবিধা এত দিন পেয়ে আসছিল, তা থেকেও বঞ্চিত হল কাশ্মীরের মানুষ। ভারতের এমন ধৃষ্টতাপূর্ণ সিদ্ধান্ত সহ্য করছে না পাকিস্তান প্রেসিসেন্ট ইমরান খানের সরকার। তিনি হুংকার দিয়ে বলেন, ভারতের এই পদক্ষেপ ‘অবৈধ’ এবং ‘একতরফা’।

পাকিস্তান জানায়, দিল্লি এক তরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে। জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক ভাবে ‘বিতর্কিত’ ভূখণ্ড। রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও তা উল্লেখ রয়েছে। কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান কোনওভাবে মেনে নেবে না বলে হুঁশিয়ারি ইমরান খানের। ইমরান খান বলেন, সব রকমভাবে ভারতের এই পদক্ষেপের মোকাবিলা করবে পাকিস্তান। এ বক্তব্যে ইমরান খান বলেন, যতোদিন বেঁচে আছি কাশ্মীরের পাশে থাকবো।

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির হুঁশিয়ারি, রাষ্ট্রসঙ্ঘ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), মানবাধিকার প্রতিষ্ঠান এবং বন্ধু রাষ্ট্রগুলি চুপ করে থাকবে না। অর্থাত্ বন্ধু রাষ্ট্র চিনের সাহায্য নেওয়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন