মোদির চক্রান্তের বিরুদ্ধে ৭ আগস্ট রাস্তায় নামবে রাজনৈতিক দলগুলো

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোসহ মুসলিমরা ৭ আগস্ট থেকে মোদি সরকারের বিরুদ্ধে অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫-এ নিয়ে রাস্তায় নামবে। সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত সোমবার জানিয়েছেন, মোদি সরকার ঠান্ডা মাথায় দেশের গণতন্ত্রকে খুন করেছে। দেশের ধর্ম নিরপেক্ষতার পক্ষে এই সরকার বিপদজ্জনক।

৩৭০ ধারা বাতিল ও জম্মু ও কাশ্মীরের রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার পর তীব্র প্রতিবাদে পথে নেমেছে সিপিএম সহ অন্যান্য গুলো। অন্যদিকে, দিল্লিতে প্রতিবাদ মিছিলে শামিল হবে সমস্ত মুসলিম ও বিরোধী দলগুলো।

এরই মধ্যে সোমবার দিল্লির পার্লামেন্ট ষ্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলে ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, নেত্রী বৃন্দা কারাট, সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএম নেতা এমএ বেবি, প্রকাশ কারাট, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা সহ অন্যান্য নেতারা।

কাশ্মীরে ইচ্ছা করেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দেশজুড়ে অশান্তি ছড়ানোর যে চক্রান্ত মোদি সরকার করছে তার প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছে সমাজের সর্ব স্তরের মানুষ। কলকাতায় অবশ্য সেই বিক্ষোভের মূল স্লোগান ছিল, কাশ্মীরি সিপিএম নেতা ইউসুফ তারিগামীর মুক্তি চাই। বামেদের ডাকা মিছিলে শামিল ছিল ছাত্র যুবরাও।

এদিন বিকাল ৪টায় ধর্মতলায় লেনিন মূর্তি থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে শামিল হন শহরের জনতা। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা মুহম্মদ সেলিম প্রমূখ ।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন