ভারতীয় সেনাদের গুলিতে নিহত পাক-সেনাদের ফেরত নেবে না পাকিস্তান

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

গত কয়েকদিনে কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছে পাকিস্তানের সেনাসহ মোট ৭ জন। তাদের মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। ভারত অবশ্য দেহগুলো নিয়ে যেতে আহ্বান করেছে।

জানা গেছে, টানা ৩৬ ঘণ্টা গোলাবর্ষণের মধ্যে পাক সেনাসহ মোট ৭ সদস্যের মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখার এপারে ৭ জনের দেহ দেখা গেছে। কেরন সেক্টরে লাগাতার ভারী গোলাবর্ষণ করে পাক কমান্ডোরা। এসময় ভারতীয় সেনারা গুলি করে পাক সেনাদের হত্যা করে। সেখানেই পড়ে থাকে তাদের নিথর দেহ।ভারত নিহতদের দেহ ফেরত নিতে বললে পাকিস্তান সাফ না করে দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খান অভিযোগ করেছেন, সীমান্ত রেখায় নিরপরাধ নাগরিকদের মেরে এবং গুলি বর্ষণ করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে ভারত। ১৯৮৩ সালের ‘কনভেনশন অন সার্টেন কনভেনশ ওয়েপনস’ (সিসিডব্লিউ)-র চুক্তি ভাঙার অভিযোগ আনেন ইমরান খান। আন্তর্জাতিক স্তরে কাশ্মীরে শান্তির বার্তা দিয়ে ভারত ধৃষ্টতা তুলে ধরেন তিনি।

গত কয়েকদিন ধরে কাশ্মীরে নাশকতা বাড়ানোর একাধিক চেষ্টা করেছে ভারত। কাশ্মীরের সবচেয়ে প্রভাবশালী মুসলিম তিন নেতাকে গৃহবন্দি করা হয়েছে। ফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭০ হাজার সেনা মোতায়েনের। কাশ্মীরের সাধারণ মানুষের ভেতর ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সর্বশেষ ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছেন ভারত সরকার।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন