প্রস্তাব শুনে সংসদেই ভারতী সংবিধান ও নিজের জামা ছিড়েন কাশ্মীরি এমপি ফৈয়াজ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

ভারতের অন্তুর্ভুক্ত কাশ্মীর অংশের ছিলো আলাদা পতাকা, আলাদা সংবিধান ও পূর্ণ স্বায়ত্বশাসন। এসবই ছিলো ভারতের কেন্দ্রীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী। এই অনুচ্ছেদের আলোকে হওয়া চুক্তিতেই জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। ফলে ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পেতো বাড়তি সুবিধা। কেন্দ্রীয় কোনো আইন প্রয়োগ করতে হলেও রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হতো। কাশ্মীরের এই অধিকার খর্ব করে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার ঘোষণা দিয়েছে বিজেপি শাসিত ভারত সরকার।

আজ সোমবার ভারতের রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করেন। এসময় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন কাশ্মীরের প্রতিনিধিত্ব করা সাংসদ পিডিপি নেতা মীর মহম্মদ ফৈয়াজ। অমিত শাহের প্রস্তাবের প্রতিবাদ করে ভারতের সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন মুহাম্মদ ফৈয়াজ। এসময় মুহাম্মদ ফৈয়াজকে সংসদ থেকে বের করে দেয়া হয়। এক পর্যায়ে রাগে নিজের জামাও ছিঁড়ে ফেলেন ফৈয়াজ। কাশ্মীরের প্রতিনিধিত্বকারী অপর সাংসদ নাজির আহমেদকেও সংসদ থেকে বের করে দেয়া হয়।

সংসদে অমিত শাহের বক্তব্য রাখার পর থেকেই বিক্ষোভ ফেটে পড়েন জম্মু ও কাশ্মীরের অন্যতম রাজনৈতিক দল পিডিপির এই দুই সাংসদ।

/এসএস

মন্তব্য করুন