
ভারত অধিকৃত কাশ্মীরকে সেনানিবাসে পরিণত করেছে মোদি সরকার। ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, দিল্লি সরকার কাশ্মীরে আরও ৭০ হাজার সেনা মোতায়েন করছে। পত্রিকার খবরে বলা হয়েছে,
কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কার্ফিউ জারি করার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। এটিএমগুলো এবং পেট্রোল পাম্প বন্ধ করা হয়েছে।
১০হাজার নতুন সেনা মোতায়েন করার পরে ফের নতুন ৭০ হাজার সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নিল ভারত। উপত্যকায় বর্তমানে ২৮ হাজার সেনা কাশ্মীরে ছড়িয়ে পড়েছে। নতুন ৭০ হাজার সেনা মোতায়েনের পর মোট সংখ্যা দাঁড়াবে এক লাখের বেশি।
উপত্যকায় চলাচল রোধ করতে ভারতীয় সেনাবাহিনী প্রিয় মুফতি ওমর আবদুল্লাহসহ অন্যান্য নেতাকে আটক করেছে। দখলকৃত উপত্যকায় কাশ্মীরিদের জীবন দুর্গম হয়ে পড়েছে। তাদের বেঁচে থাকার অধিকারও ছিনিয়ে নেওয়া হচ্ছে।
ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

