
প্রেসিডেন্ট আশরাফ গনি গুজবে কান না দিতে আফগান সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় না বসছে ততদিন এই জেহাদি সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে যেতে হবে।
তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোশ করা হবে না বলে জানিয়েছেন মোহাম্মাদ আশরাফ গনি। তিনি গতকাল রোববার আফগান সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি
আশরাফ গনি বলেন, তালেবানের সঙ্গে সংলাপে আফগানিস্তান বিষয়ে কোনো আপোষ বা সমঝোতা হবে না। গত ১৮ বছর ধরে তিলে তিলে আফগানিস্তান গড়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট গনি। বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় মিত্র দেশগুলিও গত দুই দশকের অর্জনগুলো রক্ষা করার ওপর জোর দিয়েছে।
কাতারের রাজধানী দোহায় শনিবার থেকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যখন তালেবানের অষ্টম দফা বৈঠক শুরু হয়েছে তখন প্রেসিডেন্ট গনি এসব কথা বললেন। আমেরিকা গত বেশ কয়েক মাস ধরে আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে গত সাত দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তালেবানও আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে।
আইএ/পাবলিক ভয়েস

