কাশ্মীরে ভয়াবহ ‘গণহত্যা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি শাসিত ভারত সরকার

প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

বিজেপি শাসিত ভারতে মুসলমানদের ওপর নির্যাতন নিপিড়নের ধারা ভয়াবহ আকারে বেড়েছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলমানদের ওপর চলছে অব্যহত নির্যাতন নিপিড়ন। মুসলিম অধ্যুষ্যিত কাশ্মীরে এর আগেও অনেকবার গণহত্যাসহ নির্যাতন নিপিড়ন চালিয়েছে ভারতের বিভিন্ন সরকার।

সম্প্রতি কাশ্মীরে মুসলিম নির্যাতনের বড় ধরণের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার এমনটাই জানিয়েছেন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি। তিনি অভিযোগ করে বলেন, কাশ্মীরে বড় ধরনের গণহত্যা চালাতে যাচ্ছে ভারত। শনিবার টুইটারে দেয়া এক পোস্টে গিলানি বলেন, এই গ্রহে বসবাস করা সব মুসলমানের কাছে কাশ্মীরিদের রক্ষার বার্তা হিসেবে নিতে হবে এই টুইটকে।-খবর পাকিস্তান টুডের

এছাড়াও কাশ্মীরিদের রক্ষায় বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, যদি সবাই আমরা হত্যাকাণ্ডের শিকার হই, আর আপনারা নীরব থাকেন, তাতে মহান আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। কাশ্মীরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা ঘটাতে যাচ্ছে ভারত। আল্লাহ আমাদের সুরক্ষা করুক।

সম্প্রতি কাশ্মীরে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েনের পর সেখানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। রাজ্যটির লোকজন নিজেদের অনিরাপদ মনে করছেন। কিছু একটা ঘটতে যাচ্ছে বলে তাদের কাছেও মনে হচ্ছে। গত শুক্রবার রাজ্য সরকার সব পর্যটকদের অতিসত্বর চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। কারণ হিন্দুদের একটি বড় তীর্থযাত্রায় সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্য পাওয়া গেছে বলে সরকার দাবি করছে।

এদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যেসব কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বড় ধরণের কিছু একটা ঘটাতে যাচ্ছে ভারত এমনটাই মনে করছেন সেখানে নিরাপত্তা বিশ্লেষকরা।

প্রসঙ্গত : ব্রিটিশ শাসন পরবর্তী বাটোয়ারার ভিত্তিতে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই কাশ্মীরে লাগাতার মুসলিম নির্যাতন চালিয়ে গেছে ভারতের বিভিন্ন সরকার। এমনকি কাশ্মীরে জনগণ এবং আয়তন হারে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দখলদার সৈন্য মোতায়েন করে রেখেছে তারা যে সৈন্যরা ভূ-স্বর্গখ্যাত কাশ্মীরে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কাশ্মীরের জনসংখ্যা মাত্র এক কোটি এবং আয়তন ৮৫, ৮৬৬ বর্গমাইল। অধিকৃত সে কাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর সেনা সংখ্যা ৫ লাখ। অর্থাৎ প্রতি একলাখ মানুষের জন্য ইরাকে যেখানে ৫৪৫ জন এবং আফগানিস্তানে যেখানে ৩১২ জন দখলদার সেনা, কাশ্মীরে সে সংখ্যা হল ৫ হাজার! হিসাবে দাঁড়ায়, গড়ে প্রতি ১০০০ কাশ্মীরীর জন্য রয়েছে ২০ জন ভারতীয় সৈন্য। প্রতিটি কাশ্মীরী পরিবারের সদস্য সংখ্যা যদি গড়ে ৫ জন ধরা হয় তবে অর্থ দাঁড়ায়, যে গ্রামে ২০০ ঘর মানুষের বাস সেখানে অবস্থান নিয়েছে ২০ জন ভারতীয় সৈন্য। সম্প্রতি সময়ে এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মূল পরিসংখ্যান না পাওয়া গেলেও কাশ্মীরে ভারতীয় বর্বর সৈন্যদের হাতে কমপক্ষে প্রায় দেড় লাখ মুসলিম শহীদ হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৫০ হাজারের বেশি নারী। এমনকি পুলিশ সদস্যদের হাতে ৬ বছরের মুসলিম নারী শিশুর লাগাতার ধর্ষণের ঘটনাও আছে কাশ্মীরে।

কেবল কাশ্মীর নয়! গুজরাট দাঙ্গা, হায়দারাবাদ রায়ট, বাবরী মসজিদ শহীদ করে দেওয়া, আসামে মুসলমানদের উপর বর্বরতা, নাগাল্যান্ডে মুসলিমদের উপর নির্মম নির্যাতনসহ পুরো ভারত যেন মুসলিমদের জন্য এক জ্বলন্ত উনুন। প্রায় দেড় মিলিয়ন মুসলমান ভারতীয় সৈন্য বা উগ্র বিজেপি সমর্থকদের হাতে নিহত হয়েছে বলেও একটি পরিসংখ্যান রয়েছে।

মন্তব্য করুন