কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার এটাই উপযুক্ত সময়: ইমরান খান

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯
ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খান।

জম্মু-কাশ্মীর নিয়ে নতুন করে শুরু হয়েছে পাক-ভারত উত্তেজনা। সৃষ্টি হয়েছে আঞ্চলিক সঙ্কট। কশ্মীরে হাজার হাজার সেনা মোতায়েন করছে ভারত। ঠিক এমন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার এটাই উপযুক্ত সময়।আজ রোববার এ কথা বলেন তিনি।

ইমরান খান বলেন, ‘এই পরিস্থিতিতে আঞ্চলিক সঙ্কট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।’ বিতর্কিত কাশ্মীরকে প্রতিবেশি এ দুই দেশ নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। ভারত নিয়ন্ত্রিত এই কাশ্মীরের বাসিন্দাদের অধিকাংশ পাকিস্তানি মুসলিম।

পাকিস্তান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়ন করে কাশ্মীরকে অস্থির করছে বলে অভিযোগ ভারতের। ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইসলামাবাদ বলছে, কাশ্মীরিদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে শুধুমাত্র কূটনৈতিক এবং নৈতিক সমর্থন দেয় পাকিস্তান।

বিতর্কিত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অবৈধ ক্লাস্টার বোমা ব্যবহার করে দুই সামরিককে হত্যা ও আরো ১১ জনকে আহত করেছে বলে অভিযোগ করেছেন ইমরান। হতাহতের এ ঘটনার একদিন পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা কামনা করলেন। তবে ভারত এ ধরনে বোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

পাক-ভারত সীমান্তের ডি ফ্যাক্টো এলাকায় ব্যাপক সেনা উপস্থিতির কথা উল্লেখ করে ইমরান খান টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, কাশ্মীরে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত রেখার কাছে ভারতীয় দখলদার বাহিনীর নতুন আগ্রাসন ও সেখানে পরিস্থিতির অবনতি ঘটায় এখনই তার মধ্যস্থতা করার উপযুক্ত সময়।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন