
আমেরিকার ওহাইও রাজ্যের ডেটন শহরে আরও একটি গোলাগুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন । আজ রোববার দিনের শুরুর দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। ডেটন হচ্ছে বিনোদন নগরী এবং সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। খবর পার্সটুডে’র।
রাত ৩ টার পরে পুলিশ শহরের অধিবাসীকে অরেজোন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। ওই এলাকায় বহুসংখ্যক নাইটক্লাব, গ্যালারি ও রেস্টুরেন্ট রয়েছে। পরে শহর কর্তৃপক্ষ এক টুইটার পোস্টে জানায়, হামলাকারী নিহত হয়েছে, নয় নাগরিকও নিহত হয়েছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে একজন শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ দুঘর্টনা ঘটে। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে। আটক ২১ বছর বয়সি সন্ত্রাসী প্যাট্রিক ক্রুসিয়াস ডালাস এলাকার অধিবাসী। শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান মার্কিন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আই.এ/পাবলিক ভয়েস

