আফগান সরকার কর্তৃক চলমান শান্তি প্রক্রিয়া সমর্থন করে ইরান

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আফগান সরকারের নেতৃত্বে চলমান শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে ইরান। তিনি গতকাল তেহরানে আফগান সিনেটের চেয়ারম্যান ফজল হাদি মুসলিমইয়ায়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।  ইরান আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয় বলে জানিয়েছেন তিনি। খবর ইরানি গণমাধ্যমের।

লারিজানি বলেন, আফগান সিনেটের চেয়ারম্যানের সঙ্গে তার খুবই ভালো আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও দুই দেশের মধ্যে রাজনৈতিক শলাপরামর্শ অব্যাহত রাখতে হবে। ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্ব পায় বলেও জানিয়েছেন তিনি। এ সময় আফগান সিনেটের চেয়ারম্যান আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থনের জন্য ইরানকে ধন্যবাদ জানান। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার আকাঙ্খা ব্যক্ত করেছেন লারিজানি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন