সাংসদদের ক্লাস করান মোদি ও অমিত শাহ; বড় কারণ ছাড়া কামাই নয়

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

সংসদে বিজেপি সাংসদরা কি করেন বা কি কাজ করা উচিত, তা নতুন সংসদদের খাতায় কলমে শিখিয়ে দেওয়ার পাঠ শুরু হলো। দলের সমস্ত সাংসদদের এই ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক। খুব বড় কোনও কারণ ছাড়া এই ক্লাস কামাই করা যাবে না।

কলকাতা নিউজের প্রতিবেদনে বলা হয়, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ছাড়া বাংলার সাংসদরা সকলেই এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে প্রজ্ঞা সিং ঠাকুর, সাক্ষী মহারাজ, রাম শঙ্কর কাথেরিয়ার মত বিতর্কিত সাংসদরাও রয়েছেন। মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এর সঙ্গে আফ্রিকা দেশগুলির সফর করেছেন।

বিজেপির অস্ত্র হাতে তুলে নেওয়া সাংসদ থেকে শুরু করে নাথুরাম গডসেকে ‘হিরো’ বানিয়ে দেওয়া সাংসদ সকলেই শনিবার উপস্থিত ছিলেন। বলিউড জগৎ থেকে আসা হেমা মালিনী কিংবা সানি দেওল ও রয়েছেন – কারণ একটাই সংসদীয় পাঠ।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন