
পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে অংশ নিয়ে তৃণমুলে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটি।
গতকাল শুক্রবার আন্দোলনের মাসিক বৈঠকে নেতৃবৃন্দ তাদের এই সন্তুষ্টির কথা জানান। মাও সাবের আহমদের সভাপতিত্বে, সেক্রেটারি মিজানুর রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন আলহাজ্ব ইউসুফ মোল্লা, মাও মীর আহমদ মীরু, আলহাজ্ব সেলিম উদ্দিন, মাও আসগর সালেহী।
উপস্থিত ছিলেন, মুফতী মুহাম্মাদ হোছাইনী, মাও সাইফুল ইসলাম, মাও সাহাদাত হোসেন মোরশেদ, হাফেজ মাহবুব বিন ইউসুফ, মাও তৈয়ব, মাও আবুল খায়ের, মাও জোবায়ের হোসেন, মাও মুসা, মুহাম্মাদ শাহরুল ও মুহাম্মাদ জালাল।
বৈঠকে একতরফা ও প্রহসনের নির্বচানের নিন্দা জানান নেতৃবৃন্দ। ভোট সুষ্ঠু না হওয়ায় জনগণ তাদের পছন্দের প্রতিনিধি পায়নি বলেও মন্তব্য করেন নেতৃবৃ। পাশাপাশি ফলাফল প্রত্যাখ্যান করে পুননির্বাচন দাবি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে স্বাগত জানায় ওমান কেন্দ্রীয় কমিটি।
নেতৃবৃন্দ আগামী ২০,২১,২২ ফেব্রুয়ারি ২০১৯ চরমোনাইর ফাল্গুনের মাহফিল সফল করার আহবান এবং মাহফিলে অংশগ্রহণের জন্য প্রবাসীদের বিশেষ অনুোধ জানান।