নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের স্বজন ও বেঁচে যাওয়াদের মধ্যে যে ২০০ জনকে বাদশা সালমান পক্ষ থেকে ফ্রি হজ করানোর কথা ছিল। গতকাল শুক্রবার (২ আগস্ট) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছেছেন এসব হজযাত্রী।
আহত ও শহীদদের পরিবারের সদস্যদের মনকষ্ট লাঘোবের জন্য এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। উদ্যোগ বেশ কাজে লেগেছে বলে অনেকে মনে করছেন। এসব ব্যক্তিরা সৌদি রাজাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের হজ করার সুযোগ দেওয়ার জন্য।
সৌদি সরকারের এমন উদ্যোগে খুশি আহত ও নিহত ব্যক্তির পরিবাররা। অনেকে নিজেদের আবেগ প্রকাশ করেছেন। এই ২০০ সদস্যের একজন আল-উমারি। আয়া আল-উমারির বলেছেন, যখন তিনি হজ করবেন তখন তার নিহত ভাই তার সাথেই থাকবেন। আল-উমারির ৩৫ বছর বয়সী ভাই হোসাইন শ্বেতাঙ্গ বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় শহিদ হন।
লিনউড মসজিদের ইমাম লতিফ আলাবিও এ দলে রয়েছেন। তিনি জানিয়েছেন, এর আগেও দুই বার তিনি পবিত্র শহর মক্কা সফর করলেও হজ করা হয়নি। তিনি বলেন, ঘটনার পর নিউজিল্যান্ড সরকারের ভুমিকা এবং বর্তমানে সৌদি বাদশাহ’র এই আন্তরিকতার প্রতি সত্যিই আমার কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত মার্চে আল নুর ও আরেকটি মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারী সন্ত্রাসী বেন্টন টরেন্ট ৫১ মুসলিমকে নামাজপর অবস্থায় নৃশংসভাবে হত্যা করে। এ হামলায় আহত হন অর্ধশত।
সৌদি গণমাধ্যম আল-মক্কা থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আইএ/পাবলিক ভয়েস

