ভারতীয় কন্যাকে বিয়ে করছেন পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

সানিয়া-শোয়েবের পর শামিয়া-হাসান৷ সীমান্তের কাঁটাতারের বেড়া ঢিংয়ে আরও এক পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করতে চলেছেন ভারতীয় মহিলা৷ হরিয়ানার মেয়ে শামিয়া আরজুর সঙ্গে পাক পেসার হাসান আলির বিয়ের খবর প্রকাশিত হয়েছিল আগেই৷ কিন্তু একথা এতদিন অস্বীকার করে আসছিলেন আলি৷ তবে শুক্রবার নিজের শহর গুজরানওয়ালায় সাংবাদিক বৈঠকে শামিয়ার সঙ্গে তাঁর বিয়ের কথা স্বীকার করেন নেন পাকিস্তানি ক্রিকেটার৷

২০ অগস্ট দুবাইয়ের অ্যাটলান্টিস পালাম হোটেল হাসান-শামিয়ার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে৷ এদিন হাসান বলেন, ‘আমার পরিবার চেয়েছিল, বিয়ে আগে আমাদের সম্পর্কের কথা যেন কেউ না-জানে৷ কিন্তু মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর আমাদের বিয়ের খবর সরকারিভাবে জানানোর সিদ্ধান্ত নিই৷’

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে সদ্যসমাপ্ত বিশ্বকাপ খেলা পাক পেসার আলির সঙ্গে পরিণয় সুত্রে আবদ্ধ হবেন ভারতের শামিয়া৷ হরিয়ানার মেওয়াত জেলায় জন্ম শামিয়ার পড়াশোনা ইংল্যান্ডে৷ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শামিয়া বর্তমান দুবাইয়ে কর্মরত৷ এমিরেটস এয়াইলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়র হলেন শামিয়া৷

এর আগে জেট এয়ারওয়েজে কাজ করেছেন তিনি৷ পাক ক্রিকেটারের সঙ্গে তাঁর ছেলের বিয়ের খবরের সত্যতা আগেই স্বীকার করেছেন শামিয়ার বাবা লিয়াকত আলি৷ বিয়ে উপলক্ষ্যে পরিবারের ১০ জন সদস্য ১৭ অগস্ট দুবাই উড়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি৷

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন