জুয়ায় হেরে বন্ধুদের হাতে স্ত্রীকে ধর্ষণের জন্য তুলে দিল স্বামী

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

জুয়া খেলা মানুষকে কতোভাবেই না ধ্বংস করে। একটা মানুষ জুয়া নেশা কতো খারাপ তার প্রমাণ মিলল ভারতের উত্তর প্রদেশে। সেখানে এক মাতাল বার বার বাজিতে হেরে একসময় বাজি ধরে বসেন নিজ স্ত্রীকে।

এই বাজিতেও হারের পর নিজ স্ত্রীকে অন্যের কাছে তুলে দেয় নিজ স্ত্রীকে। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ওই ব্যক্তি যখন তার সাথে বাজিতে জিতে যাওয়া তারই দুই বন্ধুকে নিয়ে তার ঘরে আসেন এবং তার স্ত্রীকে ওই দুইজনের কাছে তুলে দেন তখন তারা ওই নারীকে গণধর্ষণ করেন।

উত্তর প্রদেশের জাওনপুরের ওই ঘটনায় এরই মধ্যে জেলার জাফারাবাদ থানায় একটি মামলা করেছে ভুক্তভোগি নারী। তিনি আদালতে স্বীকারোক্তির সময় জানান পুরো ঘটনা। এরই মধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনকে ধরতে অভিযান চলছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন