দায়েশ সন্ত্রাসীদের ইউরোপে ছেড়ে দেবে ট্রাম্প

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে লক্ষ্য করে বলেছেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের উগ্র সন্ত্রাসীদেরকে তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দেবেন যাতে এসব সন্ত্রাসী নিজেদের দেশে প্রবেশ করে। আন্তর্জাতিক গনমাধ্যমের খবর।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার হাতে এই মুহূর্তে ইউরোপের আড়াই হাজার দায়েশ সন্ত্রাসী রয়েছে এবং ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরকে ফেরত নিক।

তাদের অনেকে ফ্রান্স ও জার্মানিসহ নানা জায়গায় ফিরে যাচ্ছিল। খবরে বলা হয়, সম্প্রতি ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে দায়েশে যোগ দেওয়া আড়াই হাজার সন্ত্রাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব সন্ত্রাসী ইরাক ও সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন