
ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বাংলাদেশের মশা রাজ্যে ডেঙ্গু ছড়াচ্ছে বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মমতা।
আনন্দবাজের খবরে জানানো হয়েছে, মিছিল শেষে দেওয়া বক্তৃতায় নানা বিষয় নিয়ে কথা বলার সময় তিনি রাজ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশে খুব ডেঙ্গু হচ্ছে। আমাদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। “সীমান্ত এলাকায় ওপার থেকে মশা এপারে আসে, আবার এপার থেকে ওপারে যায়।
এছাড়া দুই দেশের অনেক লোকও যাতায়াত করে। তাই বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। এজন্য সীমান্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।’’ ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার নির্দেশও দিয়েছেন মমতা।
আই.এ/পাবলিক ভয়েস

