সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই ফোনালাপে ইমরান খান যুবরাজ বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইমরান খানের এক মুখপাত্র। বৃহস্পতিবার ( ১ আগস্ট) ইমরান খান ও যুবরাজ সালমানের সঙ্গে এই ফোনালাপের বিষয়ে জানিয়েছে সৌদি গণমাধ্যম আল-আরাবিয়া।
ইমরান খানের ওই মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান ও সৌদি সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন করেছেন এই দুই নেতা। ইমরান খান এই ফোনালাপে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার জন্য সৌদি আরবকে ধন্যবাদও জানান। ইমরান খান বলেন, সৌদি আরবের সাথে পাকিস্তানের সুসম্পর্ক অব্যাহত থাকবে। সৌদি আরব পাকিস্তানের বন্ধুদেশ বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, কঠিন সময়ে সৌদি আরব পাকিস্তানকে সমর্থন করতে ভুলেনি।
আল আরাবিয়া উর্দু থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/পাবলিক ভয়েস

