কাশ্মীরে সেনা মোতায়েনের নেপথ্যে মোদির অন্য মতলব: ওমর

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

ইসমাঈল আযহার:

কাশ্মীরে আগেই বাড়তি ১০ হাজার আধাসেনা মোতায়েন করেছিল কেন্দ্র। এবার আরও ২৮ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে উপত্যকায়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ 

শুক্রবার একটি টুইটে ওমর লেখেন, ‘কাশ্মীরে এমন কী পরিস্থিতি তৈরি হয়েছে যে সেনা ও বায়ুসেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ আমার মনে হয়না বিষয়টি আর্টিকেল ৩৫এ বা পুনর্বিন্যাস সংক্রান্ত৷ এর নেপথ্যে অন্য কোনও মতলব রয়েছে৷’ তবে অতিরিক্ত সেনা মোতায়েন কেন, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি ওমর৷

এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বার ‘মধ্যস্থতা’র বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে, মার্কিন প্রেসিডেন্টের আবেদন খারিজ করল নয়াদিল্লি৷ এবার সরাসরি মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ কাশ্মীর ইস্যুতে ভারত কোনও ভাবেই তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি বরদাস্ত করবে না বলে সাফ জানিয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন