
পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে আনা বিরোধীদলের অনাস্থা প্রস্তাব পাশ হয়নি মাত্র তিন ভোটের জন্য। এ যাত্রা টিকে গেছেন সরকার সমর্থিত সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি। ১০৪ সদস্যের সিনেটে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ করার জন্য বিরোধীদলগুলোর ৫৩ ভোট প্রয়োজন ছিল। অনাস্থা ভোটের এ ফলাফল বিরোধীদলগুলোর জন্য হতাশার কারণ হয়ে দেখা দিয়েছে।
গোপন ব্যালটের মাধ্যমে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৫০টি। অথচ সিনেটে বিরোধীদলের পক্ষে রয়েছেন ৬৪ জন সদস্য। গতকালের এ ভোট থেকে পরিষ্কার হয়েছে যে, বিরোধীদলের ১৪ জন সিনেটর বর্তমান চেয়ারম্যানের পক্ষে ভোট দিয়েছেন। পাকিস্তান সরকার দাবি করছে, সিনেটের ভোটাভুটি ইমরান খানের সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের প্রতি সমর্থন।
এদিকে বিরোধীদলগুলো বলছে, সরকার এ ভোটে দুর্নীতির আশ্রয় নিয়েছে। বিরোধীদের দাবি- হয় এই ১৪ সিনেটরকে ঘুষের বিনিময়ে কিনে নেয়া হয়েছে, না হয় তাদেরকে জোরপূর্বক ভোট দিতে বাধ্য করা হয়েছে। বিরোধীদলগুলো ইমরান খানের সরকারকে উৎখাত করার অংশ হিসেবে অনাস্থা প্রস্তাব পাস করে সিনেট চেয়ারম্যানকে সরিয়ে দিতে চেয়েছিল।
আই.এ/পাবলিক ভয়েস

