পুরুষ অভিভাবক ছাড়াই দেশের বাইরে যেতে পারবে সৌদি নারীরা

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯

নারীদের ড্রাইভিং লাইসন্সের পর এবার পুরুষ অভিভাবক ছাড়াই দেশের বাইরে সফর করতে যাওয়ার আইন প্রণয়ন করল সৌদি আরব। বিদেশ ভ্রমণে পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্ট মিলত না সৌদি নারীদের। এবার সৌদি নারীদের সে স্বাধীনতাও দিল দেশটির সরকার।

শুক্রবার এক রাজকীয় ফরমানে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের নারীরা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন।

নতুন ঘোষিত এ আইনে বলা হয়েছে, ২১ বছরের বেশি বয়সী যেকোনো নারী এখন থেকে কোনো পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এ আইনের ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সৌদি নারীরা পুরুষের সমকক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত পাসপোর্ট বানানোসহ দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে সৌদি নারীদের জন্য স্বামী, পিতা বা যে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি নেয়া বাধ্যতামূলক ছিল। রাজকীয় ওই ফরমানে শুধু ভ্রমণ বিষয়েই নারীদের স্বাধীনতা দেয় হয়নি, আরও বেশ কয়েকটি বিষয়েও অধিকার দেয়া হয়েছে তাদের।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন