ফের কাশ্মীরে ২৮ হাজার সেনা মোতায়েন

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯

১০ হাজার সেনা পাঠানোর কিছুদিনের মধ্যে ফের কাশ্মীরে অতিরিক্ত ২৮হাজার সেনা পাঠাল কেন্দ্র৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকায় ২৮০ কোম্পানির সিকিওরিটি ফোর্স মোতায়েন করা হয়েছে৷ এই নিরাপত্তা আধিকারিকরা বেশিরভাগই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের৷ তাদের কাশ্মীরের বিভিন্ন প্রান্ত এবং শ্রীনগরে মোতায়েন করা হয়েছে৷

এর আগে এক সপ্তাহ আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাশ্মীর সফরের পরই সেখানে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷ ইতিমধ্যে বহু জওয়ানকে সেখানে পাঠিয়েও দেওয়া হয়৷ স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা আদেশে বলা হয়েছে কাশ্মীরে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধ্বংস করার অভিযান আরও মজবুত করতে অতিরিক্ত সেনার মোতায়েন প্রয়োজন৷ সেই সঙ্গে রাজ্যে আইন শৃঙ্খলাও আরও মজবুত হবে৷

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানিরা জম্মু-কাশ্মীরে বড় সড় হামলার ছক কষছে। কেন্দ্রীয় সরকারের একটি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় সরকারের তরফে উপত্যকায় বাড়তি ১০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন