দখলদার ইসরাইলের কাছে থেকে গ্যাস কিনছে সৌদি আরব

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯

দখলদার ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়ে তেল আবিবের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সৌদি আরব। দু’পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া জোরদারের পর এ উদ্যোগ নিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ সহযোগী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে আইয়ুব কারা বলেন, “এটি হলো দ্বিপক্ষীয় স্বার্থ।” তিনি আর জানান, ইরান ও পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটি দেশের চলমান সংকটাপন্ন সম্পর্কের কারণে ফিলিস্তিনিদের প্রতি আরব বিশ্বের সমর্থন দুর্বল হতে শুরু করেছে।

ইসরাইলের এ সাবেক মন্ত্রী বলেন, সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা এখন ফিলিস্তিনিদের জন্য শুধুমাত্র কথার সমর্থন দিয়ে যাবে এবং ভেতরে ভেতরে তারা ইসরাইলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এসব দেশ তাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যত নিয়েই চিন্তা করছে।

ইসরাইলের সাবেক যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা আজ বৃহস্পতিবার বলেন, দুই পক্ষ একটি পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা করেছে যা সৌদি আরব থেকে ইসরাইলের ভূমধ্যসাগরীয় বিনোদন নগরী এইলাতকে যুক্ত করবে। এ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব ইউরোপে তেল রপ্তানি করবে। আমেরিকার ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন