ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফকে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ; কেন এই নিষেধাজ্ঞা?

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ

মার্কিন সরকার এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে তার নিষেধাজ্ঞার কালো তালিকায় স্থান দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় তেহরানের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে জারিফের নামকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানোর একদিন পর নিষেধাজ্ঞার সম্মুখীন হলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে অর্থহীন কাজ বলে অভিহিত করেছেন। তিনি আজ ভোরে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

জারিফ বলেন, তিনি বিশ্বব্যাপী ইরানের প্রধান মুখপত্রের ভূমিকা পালন করার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন, ইরানের প্রধান মুখপত্রের ভূমিকা পালনের বিষয়টি আমেরিকার জন্য এতটা বিপজ্জনক হয়ে গেল? তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে নিজের আগের এক বক্তব্যের পুনরাবৃত্তি করে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, এ নিষেধাজ্ঞায় তার বা তার পরিবারের কোনো ক্ষতি হবে না কারণ, ইরানের বাইরে তার কোনো সম্পদ বা স্বার্থ নেই।

এর আগে গত মাসের গোড়ার দিকে ওয়াশিংটন জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তিনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। তিনি আরো বলেছিলেন, ইরানের বাইরে তার কোনো ব্যাংক একাউন্ড বা সম্পদ নেই এবং ইরানই হচ্ছে তার জীবনের সবকিছু।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরো বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার একমাত্র উদ্দেশ্য হবে বহির্বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ সীমিত করে দেওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারও আগে তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এক বক্তব্যে বলেছিলেন, নিষেধাজ্ঞা আরোপের প্রতি আমেরিকার নেশা সীমা ছাড়িয়ে গেছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন