নাইন ইলেভেনের ট্র্যাজেডিকে বিশ্বের অন্যতম বড় সন্ত্রাসী ঘটনা হিসাবে বিবেচনা করা হয়। যে হামলায় হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সম্প্রতি তুরস্কের পাবলিক স্কুলগুলোর পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের জন্য 9/11 ট্র্যাজেডির বিষয়ে তথ্য সংযোজন করা হয়েছে। যেটা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আরব নিউজের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, তুর্কি পাবলিক স্কুলগুলোর আধুনিক ইতিহাস বইটিতে 9/11 ট্র্যাজেডিকে ন্যায়সঙ্গত বলে উল্লেখ করা হয়েছে।
এই নতুন পাঠ্যপুস্তকে ইউরোপীয় ইউনিয়নকে “ক্রিশ্চিয়ান ক্লাব” নামে অভিহিত করা হয়েছে। দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে, “স্নায়ুযুদ্ধের ফলে আমেরিকার অর্জিত আস্থা এবং শক্তির চেয়ে বেশিই প্রকাশ করে থাকে তারা। সঙ্গে সঙ্গে দেশটি আন্তর্জাতিক চুক্তির প্রতি তেমন সম্মান করে না। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে অন্য দেশের চেয়ে উন্নত মনে করেন।
বইটিতে আরও বলা হয়েছে, ‘কোন দেশগুলোকে শাস্তি দেওয়া উচিত এবং সিস্টেমের সংজ্ঞা এবং রেফারেন্সগুলো আমেরিকা নিজেদের মন মতো তৈরি করে।’ এই পদক্ষেপগুলো 9/11 ট্র্যাজেডির মূল একটি কারণ। এখন এটি বিশ্বের জন্য ধারাবাহিক অন্যান্য সমস্যা সৃষ্টির কারণও বটে। বিশ্বের অনেক সমস্যার কারণ খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যে, আমেরিকা পুরো পৃথিবীতে যে কোনো জায়গায় আধিপত্য বিস্তার করার ক্ষমতা রাখে।
ডেইলি পাকিস্তান উর্দু থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আইএ/পাবলিক ভয়েস

