ভারতে একটি মাদরাসা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার একটি মাদরাসায় অভিযান চালিয়ে স্রেফ সন্দেহের বসে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের সংবাদপত্র দাবি করে বলছে, ৪ অভিযুক্ত ভারতের নাগরিক নয় বলে জানা গেছে। তারা মায়ানমার থেকে এসেছে। গ্রেফতার করা হয়েছে মাদরাসার ৩ শিক্ষককেও। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

জি নিউজের সংবাদে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ৪ ব্যক্তি মায়ানমারের নাগরিক। তাদের কাছে ভিসা ও পাসপোর্ট রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে খবরে। শামলির পুলিশ সুপার অজয় কুমার বলেন, তারা বৈধ ভিসা ছাড়া ভারতে থাকছিলেন।ওই চার ব্যক্তি হল, রিজওয়ান, নৌমান, ফুরকান ও আবদুল মজিদ। গত দুবছর ধরে অবৈধভাবে ভারতে থাকছে বলে দাবি পুলিশের।

বিদেশি নাগরকিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাদরাসার ৩ শিক্ষককে। তারা হলেন, আশরাফ হুসেন, হনিফুল্লা ও ওয়াসিফ। জানা গেছে, বিদেশি নাগরিক আইন ও ভারতীয় দণ্ডবিধির ধারায় সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এসব ব্যক্তিদের জিজ্ঞাবাদ করছে পুলিশ। বলা হচ্ছে, তাদের আসল উদ্দেশ্য জানতে চাইছে পুলিশ।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন